নিম্ন মাধ্যমিক গণিত-বিজ্ঞান কোর্স (অষ্টম শ্রেণীর জন্য)
এস এস সি পর্যায়ে বিজ্ঞান বিভাগে পড়ার আগ্রহী এবং উপযোগী করার প্রয়াসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই কোর্স চালু করা হয়েছে। এই কোর্সের ব্যাপ্তি চার মাস। সপ্তাহে দুই ঘণ্টা করে তিনটি ক্লাসে গণিত, রসায়ন এবং পদার্থ বিজ্ঞান এই তিনটি বিষয়ের সাথে শিক্ষার্থীদের পরিচয় করানো হবে। অনেকেই গণিত-বিজ্ঞান ভয় পায়। খুব কঠিন বা অদরকারী মনে করে। বিজ্ঞানের সাথে চিন্তার যোগাযোগ করিয়ে না দিলে পরবর্তীতে শিক্ষার্থীরা এই ভীতি বা অনাগ্রহ নিয়ে যে বিজ্ঞান চর্চা করবে তা তাদের বুদ্ধিবৃত্তির বিকাশে প্রতিবন্ধক হবে। কাজেই "আনন্দের সাথে বিজ্ঞান পড়ব এবং জগতটাকে ভাল করে জানবো"...এটাই হবে এই কোর্সের উদ্দেশ্য। জানুয়ারী০১ থেকে এপ্রিল পর্যন্ত যে কোন দিন ভর্তি নেওয়া হয়।
|
|
সাপ্তাহিক ফ্রি ক্লাস
এটি একটি উদ্যোগ যা সকলের জন্য উন্মুক্ত। সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা এবং মঙ্গলবার ৩টা থেকে ৫টা, এই সময়গুলোতে যে কোন শিক্ষার্থী তাদের আগ্রহের বিষয় নিয়ে আলোচনার বা জিজ্ঞাসার জন্য আমন্ত্রিত। বিজ্ঞান, দর্শন, ধর্মতত্ব বা শিক্ষার্থীর দরকারি যে কোন বিষয়ের আলোচনার জন্য এই যোগাযোগ। বেশি সময়ের আলোচনার জন্য পূর্বনির্ধারিত যোগাযোগ বাঞ্ছনীয়।
|
|
ফ্রি সেমিনার
মাঝে মাঝে আমরা ফ্রি সেমিনার করে থাকি যার বিষয়বস্তু শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে নির্ধারণ করা হয়। নিয়মিত,অনিয়মিত বা একেবারেই নতুন যেকোনো শিক্ষার্থী বা ব্যাক্তি এই সেমিনারে অংশগ্রহন করতে পারে। আমাদের আসন সীমাবদ্ধতার জন্য এবং উপস্থিতির সংখ্যা নিশ্চয়তার জন্য অংশগ্রহনের পূর্বে মোবাইল এ এস-এম-এস বা আমাদের ওয়েব সাইট এর মাধ্যমে যোগাযোগ করে নিবন্ধিকরণ জরুরী। অংশগ্রহণকারীকে পুনরায় এস-এম-এস বা ইমেইল করে একাডেমীর পক্ষ থেকে জানানো হবে।
|
|
|
বাড়ি নং -১৯৪,সড়ক-৯/৪,ই ব্লক,দক্ষিন বনশ্রী, ঢাকা-১২১৯ ফোন: 8801911323711
|